শ্রীবরদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে সোমবার বিকালে উপজেলা হলরুম সোমেশ্বরীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সেঁজুতি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগ আহবায়ক আবু জাফর, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম,উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহব্বায়ক ফেরদৌস আলী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ্ব। উল্লেখ্য সর্বস্তরের বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি সৃষ্টির লক্ষে উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের অংশ হিসাবে তিন দিন ব্যাপি বিজ্ঞান মেলা ও মেলা চলাকালে বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করা হবে। মেলা চলবে আগামী ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত।