ঝিনাইগাতীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Satro Union...Jhinaigatiমুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ২৬ এপ্রিল শনিবার শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক আমতলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঝিনাইগাতীতে মুক্তমঞ্চ, ডিগ্রী ও অনার্স কলেজ স্থাপনের দাবিতে এক আলোচনা সভা ও গণস্বাক্ষরের আয়োজন করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝিনাইগাতী থানা সংসদের সভাপতি আনিস আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু আহাম্মেদ খান বাবুল, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জামালপুর মেডিক্যাল কলেজ আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ যুব ইউনিয়ন, জামালপুর জেলা সংসদের যুগ্ন আহবায়ক বিশ্বজিৎ দেব রাজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শেরপুর  জেলা সংসদের সভাপতি রেজাউল করিম নীরব, শেরপুর জাসদ ছাত্রলীগের সভাপতি এ কে এম ছামেদুল হক, ঝিনাইগাতী উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঝিনাইগাতী থানা সংসদের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, ঝিনাইগাতী থানা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি জুয়েল। অনুষ্ঠানের শেষাংশে ঝংকার খেলাঘর আসরের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা  হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন ঝংকার খেলাঘর আসরের সভাপতি জাহাঙ্গীর আলম, শিল্পী আখি চিসিম, নৃত্য শিল্পী তিথী ও বাউল শিল্পী ছামিউল হক। তবলায় মুকুল নকরেক ও বাঁশিতে হানিফ সহযোগীতা করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend