মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন: প্রধানমন্ত্রী

hasina-faceখবর বাংলা২৪ ডেক্স:মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মেহনতী মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিসবটি উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘মহান মে দিবস শ্রমজীবী-মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল দিন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত, মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্র্রাম করেছেন। তিনি পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত জোট আমলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করা হয়েছে। পোশাক শিল্পসহ সব খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে। জাতীয় শিশু শ্রমনীতি-২০১০ ও জাতীয় শ্রমনীতি-২০১২ প্রণয়ন করা হয়েছে।’

মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখা, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের শিল্পখাতের উন্নয়নে সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তর’কে অধিদপ্তরে উন্নীত করেছি। এর জনবল তিনগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে।’

১৮৮৬ সালের এ দিনে আমেরিকার শিকাগো শহরে যে শ্রমিকরা শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আত্মাহুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend