তেঁতুল হুজুর মেয়েদের চতুর্থ শ্রেণির বেশি পড়ালেখা করতে নিষেধ করেছেন: ইনু

ইনুখবর বাংলা২৪ ডেক্স: তেঁতুল হুজুর (আল্লামা শফি) মেয়েদের চতুর্থ শ্রেণির বেশি পড়ালেখা করতে নিষেধ করেছেন। এখন তিনি কথা পাশ কাটানোর চেষ্টা করছেন। এ ধরনের বক্তব্য দেওয়ার জন্য তাকে ক্ষমা চাইতে হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কর্মজীবী নারীর ২৩ বছর পূর্তি ও মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদের সমর্থক নেতা-নেত্রীরা নারী, গণতন্ত্র ও ধর্মের শত্রু। এদের কাছ থেকে সব সময় দূরে থাকতে হবে। কারণ জঙ্গি সমর্থকরা কোনো সময় নারীর ক্ষমতায়ন চায় না।

বিএনপি নেত্রীও নারীদের পক্ষে কথা বলেন না। পোশাক শ্রমিকদের মুজুরি বাড়ানোর সময় বিএনপি নেত্রী ও তেঁতুল হুজুর কোনো কথা বলেননি। সব বাধা অতিক্রম করে নারীদের সামনে এগিয়ে যেতে হবে।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তা ও কর্মজীবী নারীর উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভার শুরুতে এ যাবৎ কালে নিহত সব শ্রমিকদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend