আবারও বারডেমে চিকিৎসায় অবহেলার রোগী মৃত্যুর অভিযোগ, হাতাহাতি

birdemখবর বাংলা২৪ ডেক্স: রাজধানীর বারডেম হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে আবারও অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতির ঘটনাও ঘটে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ক্ষুব্ধ স্বজনদের সঙ্গে চিকিৎসকদের বাদানুবাদ ও হাতাহাতির ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারায়ণগঞ্জের সাদেক ভূঁইয়া (৬৫) নামের এক রোগী। চিকিৎসার অবহেলাতে রোগীর মৃত্যু হয়েছে বলে দায়ী করেন নিহতের জামাতা মো. সোহেল।

রোগীর স্বজনরা জানান, ডায়রিয়ার সমস্যা নিয়ে গত ৩ মে হাসপাতালে ভর্তি হন সাদেক ভূঁইয়া। মঙ্গলবার সকাল দশটায় তার দেহের পায়ুপথে অস্ত্রোপচারের কথা থাকলেও সকাল সাড়ে ৮ টার দিকে মারা যান তিনি। এ জন্য কতর্ব্যরত নার্সদের অবহেলাকে দায়ী করে রোগীর স্বজনদের দাবি, ডায়াবেটিকসে আক্রান্ত রোগীকে অস্ত্রোপচারের আগে ঠিকভাবে ওষুধ দেয়ার ক্ষেত্রে অবহেলা করেছেন নার্সরা।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আজম আলী জানান, সকালে চিকিৎসকদের সঙ্গে রোগীর আত্মীয়দের হাতাহাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে আসে। রোগীর বড় দুই ছেলে নারায়ণগঞ্জ থেকে আসার পর বিষয়টি সমাধানে হাসপাতালের পরিচালক, পুলিশ এবং রোগীর স্বজনদের মধ্যে আলোচনা হবে বলে জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend