শেরপুরে গুটি ইউরিয়ার প্রয়োগে ফসল কর্তন ও মাঠ দিবস

vlcsnap-2014-05-14-20h05m53s151-300x160শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হলো কুষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিত করন প্রকল্প আপি কার্যক্রম এর আওতায় কৃষি সম্প্রসারনের সহযোগিতায় গুটি ইউরিয়া প্রয়োগে ধান চাষের ফসল কর্তন ও মাঠ দিবস ।

নালিতাবাড়ীর জারুয়ার পাড় গ্রামের শেফালী রানী দাসের ৫ শতাংশ জমিতে গুটি ইউরিয়া ও ৫ শতাংশ জমিতে গুরা ইউরিয়া প্রয়োগে গুড়া ইউরিয়ার চাইতে গুটি ইউরিয়া সার প্রয়োগে বেশী ফলন পেয়েছে । গুড়া ইউরিয়া প্রয়োগে ৫৭.০৮ মন হারে গুটি ইউরিয়া প্রয়োগে ৭১.৪৭ মন হারে ধান হয়েছে যা গুড়া ইউরিয়ায় চেয়ে গুটি ইউরিয়াতে ফলন বেশী ।

কুষক আ:করিম মাস্টারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলার কৃসি সম্প্রসারন কর্মকর্তা হুমায়ন কবির ,বিশেষ অতিথি ,আপি ময়মনসিংহ শেরপুর অঞ্চলের ফিল্ড কোর্ডিনেটর মো: নাজমুল হক , বৈশাখী টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু , প্রথম আলোর নালিতাবাড়ী প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল প্রমুখ ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend