প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর

ssc_প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের কপি আনুষ্ঠানিকভাবে ফল তুলে দেন তিনি। এসময় অন্যদের মধ্যে শিক্ষাবোর্ডসমুহের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১টায় সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এসএসসির ফল প্রকাশ করা হবে।

এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন এবং ভোকেশনালে এক লাখ দুই হাজার ৪২৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

দুপুর ২টা থেকে বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) মাধ্যমেও শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

এ ছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস Tec স্পেস রোল নম্বর স্পেস ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজেই ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২২ মার্চ শেষ হয়। পরীক্ষায় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend