শেরপুরে এলজি এসপি প্রকল্পের কৃষিসহ বিভিন্ন উপকরণ বিতরণ

PICTURE_GH-00001-220x154শেরপুর জেলার সদর উপজেলার ধলা ইউনিয়নে কৃষিসহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়। ১৭মে শনিবার ধলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মোঃ তসলিম উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস আইরিন ফারজানা ও বিশেষ অতিথি সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আঃ হামিদ এলজিএসপি প্রকল্পর ৪ লাখ ৯৬ হাজার টাকার উপকরনের মালামাল বিতরন করেন। বিতরনকৃত এসব উপকরনের মধ্যে গরীব কৃষিজীবীদের জন্য ৩০৮টি কোদাল, ১৯৬ সেট স্বাস্থ সম্মত পায়খানা, ৭টি নলকুপ রয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন ফারজানা ওই ইউনিয়নের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী ও ত্রানের ব্রীজ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ নেজামুল হক, পাকুড়িয়া ইউপি সচিব মোঃ নুরে আলম সিদ্দিকী, ধলা ইউপি সচিব মোঃ উমর ফারুক, ইউপি সদস্য সদস্যা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend