বকশীগঞ্জে ঘূর্ণিঝড়ে ৫ গ্রাম লন্ডভন্ড নিহত-৩, আহত- শতাধিক

bakshiganj pic -2

বকশীগঞ্জ প্রতিনিধি : বকশীগঞ্জের বগারচর ইউনিয়নে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৫টি গ্রামের ২ শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়েছে। একই সময় ঘরের চাপায় পড়ে নিহত হয়েছে ২ কৃষক এক ব্যবসায়ী। নারী শিশুসহ আহত হয়েছে কমপক্ষে শতাধিক ব্যক্তি।গ্রামবাসী ও প্রশাসন সূত্রে জানাগেছে, ২৮ মে বুধবার বেলা পৌনে এগারোটায় বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার গোপালপুর বাজারসহ আশপাশ ধারারচর, নয়াপাড়া ও টেগেরপাড়াসহ ৫টি গ্রামের ওপর দিয়ে প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়ে মূহূর্তের মধ্যে সরামার বাজারসহ উল্লেখিত গ্রামের ২ শতাধিক ঘরবাড়ি, শিক্ষা এবং ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়। ঝড়ে ঘরের চাপায় পড়ে মিল মালিক মাসুদ (২৮) এবং কৃ

bakshiganj pic 3

ষক ছালু মিয়া (৫২) ও মোকছেদ আলী ওরফে ভদেল (২৮) নামে তিন জন মারা যান। ওই সময় আহত হয় কমপক্ষে শতাধিক লোক। গুরুতর আহতরা বকশীগঞ্জ ও ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঝড়ে অসংখ্য গাছ পালা উপড়ে যায়। ঝড়ের কারনে সানন্দবাড়ি-বকশীগঞ্জ-জামালপুর মহা সড়কে বিপুল সংখ্যক গাছপালা ও বাড়িঘর উপড়ে পড়ায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সাভির্সের একটি ইউনিট আহতদের উদ্ধার, বিধ্বস্ত বাড়িঘর অপসারণ ও সড়ক যোগাযোগ চালুর চেষ্টা করছেন। অন্য দিকে ক্ষতিগ্রস্ত এলাকায় একটি মেডিকেল টিম আহতদের চিকিৎসা দিচ্ছেন। জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান ও পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। জেলা প্রশাসক পক্ষ থেকে জাননো হয়েছে নিহতদের সতকারের জন্য তাৎক্ষনিক নগত ২০ হাজার টাকা আহতদের ৭ হাজার টাকা ও এক শত মো:টন চাল বরাদ্দ দেয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend