প্রেসক্লাবে সদস্যপদের দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম

downloadআগামী সাত দিনের মধ্যে যোগ্য ও পেশাদার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ উন্মুক্ত করা না হলে আগামী ৭ জুন প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় প্রেসক্লাব সদস্য বঞ্চিত সাংবাদিক ফোরামের আহ্বায়ক শাবান মাহমুদ।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে জাতীয় প্রেসক্লাব সদস্য বঞ্চিত সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এ আল্টিমেটাম দেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূইয়া বলেন, প্রেসক্লাবের নতুন সদস্যপদ নিয়ে ম্যানেজিং কমিটি তালবাহানা করছে তা চলতে দেওয়া হবে না। প্রেসক্লাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেওয়া যাবে না।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ বলেন, প্রেসক্লাবের সদস্যপদ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। পেশাদার সাংবাদিকরা প্রেসক্লাবে এসে জায়গা পায় না। এটা সাংবাদিকদের জন্য কলঙ্ক।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা সদস্য মইনুর আলম, সাংবাদিক জয়ন্ত আচার্য, রফিকুল্লাহ রফিক, দৈনিক সূর্যোদয়ের নির্বাহী সম্পাদক ইমরান আমীন, সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, আশরাফুল ইসলাম প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend