ঝিনাইগাতীতে হাতির চাঁদাবাজি!

Hatir Chadabaziমুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ৮ জুন রবিবার একটি হাতিকে চাঁদাবাজি করতে দেখা গেছে। হাতিটি রোডের দুই পাশের প্রতিটি দোকানে দোকানে গিয়ে ১০ টাকা করে চাঁদা উঠিয়েছে। কোন দোকানদার ৫ টাকা দিতে চাইলে তা ফেরত দিয়েছে এবং পুনরায় ১০ টাকা না দেয়া পর্যন্ত দোকানের সামনে দাড়িয়ে থেকেছে। ফলে অনেক দোকানদার ক্ষুব্ধ হয়ে বলেন, এটা হাতির চাঁদাবাজি। চাঁদাবাজি না হলে হাতি ৫ টাকা নেয় না কেন? হাতি দিয়ে চাঁদাবাজি করানো হচ্ছে। হাতির পিঠে থাকা রাসেল মিয়া জানান, এটা চাঁদাবাজি নয়, সার্কাসসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকায় আমাদের আয় রোজগার নেই। তাই নিজেদেও পরিবারের বরণ পোষন ও  হাতির খাবার ক্রয়ের  জন্য হাতি দিয়ে টাকা উত্তোলন করছি। এ সময় কৌতুহলী মানুষের ভীড় জমে ওঠে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend