শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু

Sherpur-Pic-3-220x166স্টাফ রিপোর্টার : শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব আন্ত: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে ১০ জুন মঙ্গলবার শেরপুর পৌর অঞ্চলের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল বাকি। এসময় ডিএফএ সম্পাদক মানিক দত্ত, পৌর কাউন্সিলর হারুন জিলানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপের ছেলেদের খেলায় চন্দ্রকান্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে শেখহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিল। দিনের অপর খেলায় চাপাতলি সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে চকপাঠক সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য অমিমাংসিত ছিল
এদিকে একই মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় চকপাঠক সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে চাপাতলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে জয়লাভ করেছে। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। প্রতিযোগিতায় শেরপুর পৌরসভার ২৬ টি প্রাথমিক বিদ্যালয় দল অংশগ্রহণ করছে।

Print Friendly

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend