নেদারল্যান্ডের নির্মম প্রতিশোধে বিধ্বস্ত স্পেন

Spain_Nethবিশ্বকাপের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট স্পেন ও নেদারল্যান্ডস। নেদারল্যান্ড গত বিশ্বকাপের এমন নির্মম প্রতিশোধ নেবে তা হয়তো বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কেউই ভাবতে পারেনি। নেদারল্যান্ড স্পেনের জালে পাঁচবার বল জড়িয়ে বিধ্বস্ত করে প্রতিপক্ষকে।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সালভেদরের অ্যারেনা ফন্টে নোভা স্টেডিয়ামে মুখোমুখি হয় দল দুটি।

খেলার ২৭ মিনিটে জাবি অ্যালোন্সোর বিতর্কিত পেনাল্টিতে ১-০ গোলে স্পেন এগিয়ে গেলেও ৪৪ মিনিটে ভ্যান পার্সির অসাধারণ গোলে সমতা আনে নেদারল্যান্ড।

খেলার ২৬ মিনিটে স্প্যানিশ তারকা দিয়েগো কস্তা নেদারল্যান্ডসের ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়লে তাকে বাধা দেন ডিফেন্ডার ডি ভ্রিজি। এক মুহূর্ত দেরি না করেই রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার কিছুক্ষণ পরই নেদারল্যান্ড পায় তাদের দ্বিতীয় গোল। খেলার ৫৩ মিনিটে গোলটি করেন রবেন।

এরপর থেকেই শুরু হয়ে যায় নেদারল্যান্ডের গোলের বন্যা। সেই সাথে বাড়তে থাকে প্রতিশোধের মাত্রা।

খেলার ৬৪ মিনিটে নেদারল্যান্ড তাদের তৃতীয় গোল পায় দে ভ্রিজের পা থেকে।

তারপর খেলার ৭২ মিনিটে পেনাল্টি শট নেয়া পার্সি করেন তার দ্বিতীয় গোল এবং নেদারল্যান্ড পায় চতুর্থ গোল।

খেলার ৮০ মিনিটে রবেন করেন নেদারল্যান্ডের পক্ষে পঞ্চম গোল এবং তার দ্বিতীয় গোল।

শুক্রবারের এ ম্যাচের আগে বিশ্বকাপে মাত্র একবার সাক্ষাৎ হয় দল দুটির। ২০১০ এর ফাইনাল ম্যাচ ছিলো সেটি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend