শেরপুর রোটারী চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করলেন হুইপ মোঃ আতিউর রহমান আতিক

unnamed1-700x459২০ জুন, ২০১৪ শুক্রবার বেলা ১১টায় শেরপুর রোটারী ক্লাবের সিগনেচার প্রজেক্ট শেরপুর রোটারী চক্ষু হাসপাতালের ফ্রি ফ্রাইডে আউট ডোর শুভ উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক। শেরপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি প্রকাশ দত্ত, বিশিষ্ট নেতা এডভোকেট আবুল কাসেম, শেরপুর রেডক্রিসেন্ট সোসাইটি’র সেক্রেটারি ফখরুল মজিদ খোকন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন মুন্না প্রমুখ। শেরপুর রোটারী চক্ষু হাসপাতালের সদস্য সচিব রোটারীয়ান মলয় মোহন বলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব ডা. সুরুজ্জামান পিএইচএফ, সিনিয়রচার্টাররোটারিয়ানডা. শাহাদাতহোসেন, সিনিয়রচার্টাররোটারিয়ান লুঃফর রহমান মোহন, রোটারী ক্লাব সেক্রেটারি নাসরিন বেগম ফাতেমা   প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জনাব আতিউর রহমান আতিক বলেন, আর্ত মানবতার সেবায় দরিদ্র অসহায় মানুষের চোখের চিকিৎসায় শেরপুররোটারী চক্ষু হাসপাতাল যুগান্তকারী অবদান রাখবে। শেরপুরকে সুন্দর করে সাজাতে সকল ভাল কাজের সাথে তিনি সংযুক্ত থাকবেন এবং এজন্যে তিনি প্রাথমিকভাবে হাসপাতালকে এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। পরবর্তীতে হাসপাতালের নির্মিতব্য বহুতল ভবনের জন্য সার্বিক সহযোগিতা করবেন বলেও তিনি ঘোষণা দেন। অবিরাম বৃষ্টির কারণে হাসপাতাল প্রাঙ্গনে তৈরি করা প্যান্ডেলে অনুষ্ঠান না করে হাসপাতালের বারান্দায় সংক্ষিপ্তকারে এ আয়োজন করা হয়। উদ্বোধন পর্বের শেষে প্রধান অতিথি শ্বেত প্রস্তরে নির্মিত উদ্বোধনী ফলকের আবরণ উন্মোচন করে হাসপাতালের শুভ উদ্বোধন করেন। শ্বেত পাথর অবমুক্তি শেষে মুনাজাত পরিচালনা করেন ইদ্রিসিয়া দাখিল মাদারসার সুপার সাহেব।অনুষ্ঠানে ল্যান্ড ডোনার, মাল্টিপল মেজর ডোনার, মেজর ডোনার, লাইফ মেম্বারগণের নাম ঘোষণা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং পরবর্তীতে তাদের জন্য সন্মননা পত্র প্রদানের ঘোষণা প্রদান করা হয়।

হাসপাতালের কর্তৃপক্ষ জানান, প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার আউট ডোরে দরিদ্র অসহায় মানুষের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হবে। ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করবেন চক্ষু চিকিৎসক ডা. মোশারফ হোসেন। আগামী জুলাই এর ১ম শুক্রবার থেকে আউট ডোরে এ চিকিৎসা সেবা শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে। শেরপুররোটারী চক্ষু হাসপাতালে কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend