‘দুর্বল অবকাঠামো, রাজনৈতিক অস্থিরতা উন্নয়নে চ্যালেঞ্জ’

muhit_0দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে বাংলাদেশ ইকোনমিস্ট ফোরামের প্রথম সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রী বলেন, অবকাঠামোগত অনুন্নয়ন ও রাজনৈতিক অস্থিরতা এর মধ্যে অন্যতম। এসব বাধার কারণে সাম্প্রতিক সময়ে উৎপাদন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করার চ্যালেঞ্জ নিতে হবে। তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যাবে। অর্থনীতির অগ্রগতির ধারা ধরে রাখতে বিভিন্ন খাতের সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া অব্যাহত রাখা উচিৎ। এতে সরকারও লাভবান হবে।

শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কার্যক্রম দিয়েই টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে এর জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করে তাকে কাজে লাগানোর তাগিদ দেন মুহিত।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend