ঝিনাইগাতী কাচাঁ বাজার সহ রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম ঊর্ধ্বগামী

vagetable-300x234ঝিনাইগাতী(শেরপুর)সংবাদদাতাঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম হু-হু করে ঊর্ধ্বগামী হয়ে উঠছে। শহরের কাচা বাজার ঘুরে দেখা গেছে খুচরা বাজার মূল্য গতকালের চেয়ে কেজি প্রতি ৫ থেকে ২০ টাকা হারে বৃদ্ধি পেয়েছে। আজকের বাজার দর- কাঁচা মরিচ ৮০ টাকা, পিয়াজ ৩৫ টাকা , রসুন ৬০ টাকা , আলু ২৫ টাকা, মসুরের ডাল (আমান) ১১০ টাকা থেকে ১২০ টাকা, ছোলা বুট ৫৫ টাকা থেকে ৬৫ টাকা, করলা ৪০ টাকা , বেগুন ৫০ টাকা, শসা ৩০ টাকা, কাগজি লেবু ১৫ টাকা থেকে ১৮ টাকা, খোলা সয়াবিন তেল ৮৫ টাকা থেকে ৯৫ টাকা, আদা ১৬০ টাকা থেকে ১৮০ টাকা, মুড়ি ৫০ টাকা থেকে ৬০ টাকা, গরুর মাংস ২৬০ টাকা থেকে ২৯০ টাকা, খাসির মাংস ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা, বয়লার মুরগী ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, মাছ (ইলিশ) ৪০০ টাকা থেকে ৬০০ টাকা, রুই ২০০ টাকা থেকে ২৫০ টাকা, খেসারির ডাল ৪০ টাকা থেকে ৪৫ টাকা, খেজুর ১৬০ টাকা থেকে ১৮০ টাকা, খোলা লবণ ৮ টাকা থেকে ১০ টাকা। শাকসব্জি নাগালের বাইরে চলে গেছে। পাঁট শাক,পুইশাক,লালশাক বাজার খুবই চড়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিটি বাজারের প্রবেশ ধারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী মূল্য তালিকা টানানো কথা থাকলেও কোথাও কোন তালিকা চোখে পড়েনি ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend