ঝিনাইগাতীতে আদিবাসী ধর্ষিতা শিশুর পাশে মহিলা পরিষদ নেতৃবৃন্দ

sherpur_308310402শেরপুর জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ সমবেদনা জানাতে ঝিনাইগাতীর ধর্ষিতা আদিবাসী শিশুকে দেখতে গেলেন। শনিবার দুপুরে উপজেলার বাকাকুড়া গ্রামের তাদের বাড়িতে গিয়ে তার পিতা মাতাকে সমবেদনাসহ সান্তনা দিলেন বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সভানেত্রী জয়শ্রী নাগ, জেনারেল সেক্রেটারী লুৎফুন্নাহার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসরিন বেগম, উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসী, মরিয়মনগর মিশনের সহকারী পাল পুরোহিত রেভা : ফা: সুবল কুজুর সিএসসি। নেতৃবৃন্দকে কাছে পেয়ে ধর্ষিতা শিশুর পিতা ও মাতা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তাদের অবুঝ শিশুর উপর নির্যাতনকারী নরপিশাচ সাহেব আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মহিলা পরিষদ নেতৃবৃন্দ ধর্ষিতা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আইনগত সহায়তা, শেরপুর জেলা শহরে মানববন্ধন, জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচির আশ্বাস দেন ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend