ঝিনাইগাতীতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত

Adibasi-Dibos-Relly-Picture1-1024x585মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ
সারা বিশ্বের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে ৯ আগষ্ট শনিবার পালিত হলো আর্ন্তজাতিক আদিবাসী দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে টি,ডাব্লিউএ, বাগাছাস ও চাসং গিত্তালনি ক্লাবের আয়োজনে “ আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী জনতার সেতু বন্ধন” শ্লোগানকে সামনে রেখে একটি বিশাল র‌্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি নবেশ খকসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। অন্যান্যেদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, গোরীপুর ইউপি চেয়ারম্যান সোলতান মাহমুদ খোকা, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম ¤্রং, বাগাছাস এর ঝিনাইগাতী উপজেলার সভাপতি ডেনিস নকরেক, মরিয়মনগরের কারিতাস কর্মকর্তা উজ্জল কুমার চক্রবর্তী প্রমূখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend