শেরপুর সদর উপজেলা নির্বাচন : বিদায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ আ’লীগের

IMG_20140814শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ও বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিনের বিরুদ্ধে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। ১৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে পৌর টাউনহল মিলনায়তনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট চন্দন কুমার পাল পিপির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিদ্রোহী প্রার্থী মিনহাজ উদ্দিন মিনালকে সাংগঠনিক দায়-দায়িত্ব থেকে অব্যাহতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলা হয়, দলীয় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুকে চেয়ারম্যান এবং সাবেক ভিপি বায়েজিদ হাসান ও শামীম আরাকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়েছে। কাজেই দলীয় নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির আহবানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে দলের মনোনীত প্রার্থীদের পক্ষেই কাজ করছেন। বিদ্রোহী প্রার্থী মিনহাজ উদ্দিন মিনালকে বর্জনের সিদ্ধান্ত উপেক্ষা করে কোন নেতাকর্মী তার পক্ষে কাজ করলে অবশ্যই সাংগঠনিক শাস্তি ভোগ করতে হবে। অন্যদিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনকে বানচাল করতে বিদায়ী চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন এখনও ষড়যন্ত্রে মেতে রয়েছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এ নির্বাচন গত ৩১ মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন বানচালের উদ্দেশ্যে বর্তমান চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মোকাবেলা করে হুইপ আতিউর রহমান আতিক ও চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন ছানু শেরপুরের মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছেন। কিন্তু ইলিয়াস উদ্দিন একদিকে নির্বাচন ঠেকাতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে তিনি নিজেও প্রার্থী হিসেবে রয়েছেন। তাই নৈতিকতার প্রশ্নে এ নির্বাচনে ইলিয়াস উদ্দিনের ভোট চাওয়ার অধিকার নেই। সম্মেলনে সকল ষড়যন্ত্রের বিষয়ে সাংবাদিক সমাজকে সোচ্চার ও সজাগ থাকার আহবানসহ শেরপুরের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ে সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, আওয়ামী লীগ নেতা ফখরুল মজিদ খোকন, এডভোকেট রফিকুল ইসলাম আধার, রফিকুল ইসলাম চেয়ারম্যানসহ ভাইস চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ হাসান ও শামীম আরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, আব্দুল খালেক, খন্দকার নজরুল ইসলাম, দেবাশীষ ভট্টাচার্য, বশিরুল ইসলাম শেলু, কানু চন্দ্র চন্দ, গাজী জাহিদুল ইসলাম জিহাদ, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আরিফুর রহমান সুমন, যুব মহিলা লীগ নেত্রী এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, ছাত্রলীগ নেতা আনোয়ারুল হাসান উৎপল, জুনায়েদ নুরানী মনি, নাজমুল হাসান সম্রাট প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend