শেরপুরে দলিত জনগোষ্ঠী’র জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

Dolito_Picশেরপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। ২৭ আগষ্ট বুধবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ আর এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভিন, সদর সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ। ৫০ দিন ব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ৫০জন দলিত জনগোষ্ঠীর নারী ও পুরুষ প্রশিক্ষণ নিচ্ছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend