শেরপুরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ

Japa_Pic-300x245শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) আয়োজনে শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ওই সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াস উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সদর উপজেলা কমিটি’র সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে ৩১ আগষ্টের নির্বাচন আগামী ১১ সেপ্টম্বর পর্যন্ত উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়া নিয়ে ব্যাখ্যা দেন। উল্লেখ্য, গত ২৫ জুলাই শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন তফসিল ঘোষনায় প্রথম পর্যায় ২৫ আগষ্ট এবং পরবর্তিতে ৩১ আগষ্ট নির্বাচনের ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়। এরই মধ্যে শেরপুরের চরপক্ষীমারি ইউনিয়নের কয়েকজন ভোটার, ভোটর তালিকা হালনাগাদ করা নিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করলে আদালত ১৯ আগষ্ট মঙ্গলবার ৩১ আগষ্টের নির্বাচন স্থগিতাদেশ দিয়ে আগামী ১১ সেপ্টম্বর মামলার শুনানীর দিন ধার্য করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend