দশম সংসদের তৃতীয় অধিবেশন সোমবার শুরু

 

১২দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সোমবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। গত ১১ আগস্ট রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

ইতোমধ্যে সংসদ সচিবালয় থেকে অধিবেশনের সকল প্রস্থুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়। তবে সোমবার বিকালে ৪টায় অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় তৃতীয় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ চূড়ান্ত করা হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।

আসন্ন অধিবেশনে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার বিধান সম্বলিত সংবিধানের ১৬তম সংশোধনী বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে মন্ত্রিসভায় এ বিলটির খসড়া অনুমোদন করা হয়েছে।

এছাড়াও সংসদের আসন্ন অধিবেশনে আরো বেশ ক’টি বিল পাস ও উত্থাপনের কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে সংসদের তৃতীয় অধিবেশনের জন্য রোববার পর্যন্ত ২টি নতুন বিল জমা দেয়া হয়েছে। এর বাইরে সংসদ সচিবালয়ের আইন শাখায় পুরানো ৮টি বিল জমা রয়েছে। নতুন দু’টি বিল হচ্ছে বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষনা বিল ২০১৪ ও বাংলাদেশ পারমানবিক শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০১৪।

এর আগে গত ৩ জুন শুরু হয়ে ৩ আগস্ট দশম জাতীয় সংসদের বাজেট তথা দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের তৃতীয় কার্যদিবসে অর্থাৎ গত ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট পেশ করেন এবং ২৯ জুন এ বাজেট পাস করা হয়। এছাড়া দ্বিতীয় অধিবেশনে ৬টি সরকারি বিলও পাস করা হয়।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend