জামালপুর যমুনায় নৌ-ডাকাতি, দেড় লাখ টাকা লুট

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদী মুন্নিয়ার চর এলাকায় নৌ-ডাকাতির ঘটনা ঘটে। নগদ টাকা ও বিপুল পরিমাণ সিগারেটসহ প্রায় দেড় লাখ টাকা লুটে নিয়েছে ডাকাত দলের সদস্যরা। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বাংলানিউজকে জানান, চরবরুল এলাকার সুরুজ আলীর নৌকা এবং ব্র্যাক অফিসের কর্মচারী বহনকারী কমল মিয়ার অপর আরেকটি একটি নৌকা চরবরুল থেকে গুঠাইল হাটের উদ্দেশে প্রায় ৬০/৭০জন যাত্রী নিয়ে যাত্রা করে।

যাত্রীবাহী নৌকা দু’টি যমুনার মুন্নিয়ার চর এলাকায় পৌঁছালে এক দল নৌ-ডাকাত তাদের গতিপথ রোধ করে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে।

এসময় ডাকাতরা নগদ দেড় লাখ টাকা ও অন্যান্য মালামালসহ বিপুল পরিমাণ শেখ সিগারেট লুট করে নিয়ে যায়। প্রাণের ভয়ে অনেক যাত্রী নৌকা থেকে নদীতে ঝাপিয়ে পড়ে আহত হয়।

যাত্রীদের চিৎকারে এলাকবাসীরা ছুটে এলে ডাকাতরা মালামালসহ পালিয়ে যায়।

এ ব্যাপারে ইসলামপুর জল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনে বার বার কল করেও পাওয়া যাওয়া যায়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend