লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন পুলিশ কর্মকর্তার ওই ছেলে

রাজধানীর বনানীতে গাড়িচাপায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় পুলিশের এক কর্মকর্তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তার ছেলে গাড়ি চালালেও ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি বলে বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বৃহস্পতিবার বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় পুলিশ লেখা প্রাইভেটকারের ধাক্কায় মৃত্যুঞ্জয় আচার্য (৪৮) নামে ওই ব্যক্তি নিহত হন।

সাদা রঙের ওই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোজাম্মেল হোসেনের ছেলে জাফর সাদিক (২৩)। তাদের বাসা বনানী ডিওএইচএসে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর গাড়ি চালিয়ে কাকলীর দিকে যাচ্ছিলেন। এসময় মৃত্যুঞ্জয় রাস্তা পার হতে গিয়ে ওই গাড়ির সামনে পড়েন বলে পুলিশ জানায়। প্রাইভেটকারটি মৃত্যুঞ্জয়কে চাপা দিয়ে রাস্তার ডিভাইডারে উঠে যায়।

ঘটনাটি তিন দিন আগে হলেও পুলিশ কর্মকর্তার ছেলের জড়িত থাকার বিষয়টি তখন প্রকাশ পায়নি। পরে বিভিন্ন জনের ফেইসবুকে ঘটনার ছবি তোলা হলে গাড়ির সামনে কাচের ভেতরে ‘পুলিশ’ লেখা নজরে আসার পর বিষয়টি জানাজানি হয়।

ওসি ভূঁইয়া মাহবুব বলেন, “ঘটনার পর জাফর সাদিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।”

জাফরের বাবা পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হোসেনের সঙ্গে রোববার সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend