২০১৯ সালে ইলেকশন হবে : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

downloadকৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ২০১৯ সালে ইলেকশন হবে, ষড়যন্ত্র বাদ দিয়ে জনগণের মন জয় করে ক্ষমতায় আসার চেষ্টা করুণ। তিনি ২৫ অক্টোবর শনিবার দুপুরে কৃষি বিভাগের আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে ও বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন প্যাকেজ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আগেও তো নির্বাচিত সরকার ছিল। তারা তো কোন আন্তর্জাতিক সংস্থায় যেতে পারে নাই। শক্রর মুখে ছাই দিয়ে আমরা হিউম্যান রাইটস কমিশন মেম্বার হয়েছি। হিউম্যান রাইটসই যদি না থাকে তাহলে আমরা সেখানে গেলাম কিভাবে। বর্তমান সরকার আজ দেশে বিদেশে সমানভাবে সমাদৃত। মন্ত্রী বলেন, শেখ হাসিনা দিনরাত্রি পরিশ্রম করেন। তিনি চেষ্টা করেন কীভাবে দেশের ভাবমূর্তি উজ্জল হয়। আর খালেদা জিয়া চেষ্টা করেন কীভাবে দেশের মুখে কালিমা লেপন করা যায়। তিনি খালেদা জিয়াকে কটাক্ষ করে বলেন, নীলফামারীতে আপনি ঘোষণা দিলেন, সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবো না। এখন আপনি ঘরে নাকি কোন হোটেলে আছেন। মন্ত্রী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত উপজেলার ৮ শ’ ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৭ লাখ ৯৩ হাজার ৬ শ’ ৭৫ টাকার ধান, সরিষা, গমের বীজ সার বিতরণ করেন।
এসময় তার সাথে জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান এ কেএম মোখলেছুর রহমান রিপনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend