শেরপুরে মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

Brac-Sherpurশেরপুরে মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালতের সভাকক্ষে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আওতায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ রবিউল হাসান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, ব্র্যাকের প্যানেল এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, এডভোকেট মোঃ মুনীর প্রমুখ। অন্যান্যের মধ্যে মতবিনিময় সভার উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ফ্যাসিলিটেটর সৈয়দ মোঃ মশিউর রহমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে জেলার তথ্য উপস্থাপন করেন স্টাফ ল’ইয়ার মোঃ নাজিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ, সিনিয়র সহকারী জজ মামুনুর রশিদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি হরিদাস সাহা প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend