তাজিয়া মিছিল: শোকাবহ ঢাকার রাজপথ

Tazia Mishilআজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীতে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। তাঁদের সবার মুখে ‘হায় হোসেন, হায় হোসেন’।

তাঁদের এই ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে ঢাকার রাজপথ।

কারবালার বিষাদময় ঘটনাকে স্মরণ করে শিয়া সম্প্রদায় এই মিছিল বের করে। তাজিয়া মিছিল যেন স্মরণ করিয়ে দেয় কারবালার শোককে। এদিন ইয়াজিদের চক্রান্তে পাষণ্ড সিমারের হাতে ইমাম হোসেন (রা.) শহীদ হন।

রাজধানীর নাজিমুদ্দিন রোডে হোসনি দালান থেকে মঙ্গলবার সকালে তাজিয়া মিছিল শুরু হয়। মিছিলটি দুপুর আড়াইটার দিকে শেষ হয় ধানমন্ডি-২ নম্বরের লেক এলাকায়।

তাজিয়া মিছিলে দেখা যায়, কেউ কেউ নিজেদের বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করছে। অনেকে ছড়া (আরবি লেখা ছোট পতাকা) হাতে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে আলাম (আরবি লেখা বড় পতাকা) বহন করছেন। যারা ছড়া ও আলাম বহন করছেন তাদের ‘ভেস্তা’ বলা হয়।

তাজিয়া মিছিলে মাতমকারী তুষার খান বলেন, তাজিয়া মিছিল শেষে দোয়া পড়ে নেয়াজ দেওয়া হয়। এরপর আলামের বাঁশগুলো পানিতে রেখে আলামগুলো নিয়ে আসা হয়। মিছিল শেষের মধ্যদিয়ে আমাদের আনুষ্ঠানিকতা শেষ হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend