ঢাক-ঢোল পিটিয়ে বানরের বিয়ে

monkeyউত্তর ভারতে রামু নামের একটি পুরুষ বানরের সাথে রামদুলারী নামের এক স্ত্রী বানরের বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবারের ঐ বিয়েতে প্রায় দু’শ মানুষ উপস্থিত ছিল।

বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন বানর দুটির মালিক নিজে। বানর দুটির মালিক জানান, পুরুষ বানরটি তার কছে দত্তক নেয়া সন্তানের মতো। তিনি রামুকে সাত বছর আগে নেপাল থেকে খরিদ করেন এবং এরপর রামদুলারিকে গ্রামের একটি মেলা থেকে ক্রয় করেন।

সোমবার সন্ধায় ঐ অনুষ্ঠানে বরকে একটি হলদে রঙ্গের টি-শার্ট ও নববধূকে একটি কমলা রঙ্গের ফ্রগ পরানো হয়।

তিন সন্তানের জনক উদেশ মাথো নামের ঐই দিন মজুর বিবিসি হিন্দি-কে বলেন, ১৩ বছর বয়সী রামুকে প্রথমে আমি বিয়ে করতে চেয়েছিলাম।

তিনি বলেন, প্রথমে তারা একে অপরকে পছন্দ না করলেও পরে তারা পরস্পরকে পছন্দ করতে শুরু করে এবং আমি তাদের বিয়ে দেয়ার উদ্যোগ নেই।

অনুষ্ঠানের দাওয়াতপত্র ছাপানো হয় এবং একটি ব্যান্ড পার্টিকে ভাড়া করা হয় বাদ্য বাজানোর জণ্য। অনুষ্ঠানে আসা অতিথিদের জন্য ভোজনের ব্যবস্থা করা হয়।

আশেপাশের অনেক গ্রামের লোকজন অনুষ্ঠান উপভোগের জন্য সেখানে হাজির হন এবং তারা ছবি তুলে তা সামাজিক যোগাগোগ মাধ্যমে পোস্ট করেন।

এর আগে ২০০৮ সালে পূর্ব উরিষ্যায় একই রকম একটি অনুষ্ঠানে প্রায় তিন হাজার লোক যোগদান করেন।
উল্লেখ্য বানর হিন্দু পুরান অনুযায়ী অত্যন্ত সম্মানিত।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend