জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

EXAMকয়েক দফা হরতালের কারণে পাঁচ দিন পেছানোর পর অবশেষে আজ শুক্রবার ছুটির দিনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশে একযোগে আজ সকাল নয়টায় এ পরীক্ষা শুরু হয়।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় ২১ লাখ। ২ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জামায়াতের ডাকা হরতালের কারণে ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে ৩০ অক্টোবর এবং ২ ও ৩ নভেম্বর হরতাল ডাকে জামায়াতে ইসলামী। একই কারণে দলটির আরও দুই নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে ৫ ও ৬ নভেম্বরও হরতাল ডাকে জামায়াত। এ কারণে এই দুই দিনের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়। ফলে আজ ছুটির দিনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। ২ নভেম্বরের পরীক্ষাটি হচ্ছে আজ।
জেএসসির পর ২৩ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend