শেরপুরে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

tareq-rahman-1_10848বিএনপি’র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন শেরপুর জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে লন্ডনে একটি অনুষ্ঠানে তারেক রহমান হেয় করে বক্তব্য ও কটাক্ষ করায় এবং দেশদ্রোহী বক্তব্য দেওয়ায় সোমবার দুপুরে শেরপুর চিফ-জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।
মামলার বিবরণ ও বাদীপক্ষের আইনজীবী মো. নুরুল ইসলাম জানান, বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিসহ বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলে সম্মোধন করে তারেক রহমান রাষ্ট্রদ্রোহীতার কাজ করেছেন। এছাড়া লন্ডনে বসে তিনি বাংলাদেশবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। এ কারণে শেরপুরের জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন বাদী হয়ে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় তার বিরুদ্ধে মামলা করেন। শেরপুরের চিফ-জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তা তদন্তের নির্দেশ দেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend