সরকার তথ্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর: শেরপুরে প্রধান তথ্য কমিশনার

info-commissionপ্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেছেন, বর্তমান সরকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এজন্য তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়ন জোরদারকরণের লক্ষ্যে নানামুখী কার্যক্রম চলছে। এটা সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ। তিনি ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে তথ্য অধিকার আইন বাস্তবায়নে গঠিত জেলা উপদেষ্টা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক-জনপথ বিভাগের প্রকৌশলী সুপ্তা চাকমা ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। সভায় শেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হায়দার আলী, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার আল ফয়সাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, ওয়ার্ল্ড ভিশন (এডিপি)’র ব্যবস্থাপক সজল বৈদ্যসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকালে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়ন জোরদারকরণের লক্ষ্যে দিনব্যাপি এক কর্মশালা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হায়দার আলী। কর্মশালায় বিভিন্ন বিভাগের ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend