চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীদের পাঁচ দফা দাবি

চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সরকারের প্রতি পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে মঙ্গলবার বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
তাদের দাবিসমূহ হলো- আউট সোর্সিং এর মাধ্যমে চতুর্থ শ্রেণী পদে জনবল নিয়োগ প্রথা অবিলম্বে বাতিল করতে হবে। এর অধীনে ৫০ শতাংশ পৌষ্য কোটা বাস্তবায়নের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী শূন্যপদ সমূহে পৌষ্যদের নিয়োগ দিতে হবে। এ ছাড়া ওয়ার্ক চার্জ, মাস্টার রোল, দৈনিক ভিত্তিক কর্মচারীদের নিয়মিত করতে হবে।
সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের ন্যায় প্রজাতন্ত্রের সকল সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারীদের চাকরিকাল ১০ বছর পূর্তিতে ১০০ শতাংশ সিলেকশন গ্রেড প্রদান করতে হবে।
১৯৭৩ সালের প্রদত্ত বেতন স্কেল অনুযায়ী, ১০টি গ্রেডে পহেলা জুলাই ২০১৪ থেকে জাতীয় বেতন স্কেল প্রদান করতে হবে।
ব্লক পোস্ট প্রথা বাতিল করে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, সকল চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদোন্নতি দিতে হবে এবং গৃহ নির্মাণ বাবদ দশ লাখ টাকা সুদবিহীন ঋণ দিতে হবে।
বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতা মমতাজ উদ্দিন তাদের এ দাবি উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আব্দুল খালেক, ভারপ্রাপ্ত সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend