শেরপুর সদর উপজেলা বিএনপি’র ১৪ ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন

DSC03641-300x145শেরপুর জেলা বিএনপিকে ঢেলে সাজাতে জেলা বিএনপি’র তৃণমূল থেকে কমিটি গঠন পক্রিয়া শেষ হয়েছে। এ কমিটি গঠন করা হয় তৃণমূল নেতাদের সরাসরি গোপন ব্যালটের ভোটের মাধ্যমে। আজ ৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে জেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুল হক রুবেলের বাসায় শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে সর্বশেষ লছমনপুর ও রৌহা ইউনিয়নের আহ্বায়ক ও ১ নং যুগ্ম-আহ্বায়ক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুর হক রুবেল, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো.হযরত আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, মো. শহিদুল ইসলাম, মামুনুর রশিদ পলাশ, আব্দুর আউয়াল চৌধুরী প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচিত নেতারা আগামী ৭ দিনের মধ্যে ৫১ সদস্যের পূনাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবেন। এ কমিটি গঠন পক্রিয়ায় প্রত্যেক ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ মোট ১৮ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন। নির্বাচিত আহ্বায়ক ও ১নং যুগ্ম আহ্বায়করা হলো যথাক্রমে, ১নং কামরের চর ইউনিয়নের মো. চাঁন মিয়া ও সিরাজ আলী, ২ নং চর শেরপুর ইউনিয়নের মোহাম্মদ আলী ও আব্দুস সালাম, ৩নং বাজিতখিলা ইউনিয়নের সুলতান আহম্মেদ ও মাহবুবুল হক লেবু, ৪নং গাজির খামার ইউনিয়নের গোলাম মোস্তাফা টেট্টন, ৫নং ধলা ইউনিয়নের জয়নাল আবেদীন ও মিজানুর রহমান বাবু, ৬নং পাকুরিয়া ইউনিয়নের আব্দুল হালিম সরকার ও সওকত জামান রিপন, ৭নং ভাতশালা ইউনিয়নের আল আমীন ও আব্দুল করিম, ৮নং লছমনপুর ইউনিয়নের সুলতান আহম্মদ ও শহিদুল ইসলাম, ৯নং চর মুচারিয়া ইউনিয়নের আব্দুর হামিদ ও এনামূল হক, ১০নং চর পক্ষীমারি ইউনিয়নের ইউনিয়নের মো. শাহনেওয়াজ ও আক্রাম হোসেন জিন্না, ১১নং বলাইচর ইউনিয়নের মঞ্জুরুল হক বাদল ও বেলাল হোসেন, ১২নং কামারিয়া ইউনিয়নের লুৎফর রহমান ও সেলিম মিয়া, ১৩নং রৌহা ইউনিয়নের আক্কাস আলী ও মো. হেলাল উদ্দিন এবং ১৪নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের মোশারফ হোসেন ও হাবিজুর রহমান। শেষ দিনের কমিটি গঠনের
পূনাঙ্গ আহ্বায়ক কমিটি পরবর্তি ৪৫ দিনের মধ্যে ৭১ সদস্যের পূনাঙ্গ কমিটি গঠনের পক্রিয়া করবেন। তবে সেই পূনাঙ্গ কমিটিও পূর্বের ন্যায় ৯ ওয়ার্ডের সকল সদস্য অর্থাৎ ৪৫৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচন করবেন এবং নির্বাচিত সভাপতি-সম্পাদকরা পরিবর্তিতে পূর্নাঙ্গ (৭১ সদস্য) কমিটি গঠন করবেন। এ নির্বাচন পক্রিয়া পরিচালনা করছেন উপজেলা কমিটি’র গঠিত নির্বাচন কমিটি। এভাবে পর্যায়ক্রমে জেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, উপজেলা কমিটিও একই ভাবে তৃণমূল ভোটারদের ভোটে নেতা নির্বাচন করা হবে বলে জেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুর হক রুবেল জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend