আইন-শৃঙ্খলায় শেরপুরকে ভাল রাখার ধারাবাহিকতা রক্ষা করতে হবে : হুইপ আতিক

Atiur-Rahman-Atik-Sherpur-12-250x300সরকারদলীয় হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক বলেছেন, শেখ হাসিনার সরকার জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সদিচ্ছা আর আন্তরিকতার কারণেই শেরপুরসহ সারাদেশে আজ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলায় শেরপুরকে ভাল রাখার ধারাবাহিকতা যেকোন মূল্যে রক্ষা করতে হবে। ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে শেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, বিজয়ের মাসকে কেন্দ্র করে বিজয় দিবসের অনুষ্ঠানাদিসহ স্পর্শকাতর স্থাপনা এবং ২৫ ডিসেম্বর খ্রিষ্টভক্তদের বড়দিন, ৩১ ডিসেম্বর থার্টি ফার্ষ্ট নাইটে নাশকতা এবং ফাঁসির দন্ডপ্রাপ্ত আলবদরপ্রধান মুহাম্মদ কামারুজ্জামানের মামলার সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হবে। এজন্য তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলার সাথে সংশ্লিষ্টরাসহ স্থানীয় সকল দায়িত্বশীল মহলের সতর্কতার উপর গুরুত্বারোপ করেন।

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জন চন্দ্র পাল, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, শেরপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ সারোয়ার জাহান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মাশরুল হক খান, জেলা আনসার অ্যাডজুডেন্ট শফিকুল ইসলাম খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেল সুপার মজিবুর রহমান, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend