যথাযোগ্য মর্যাদায় শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত

image_163587.pic-08শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ১৬ই ডিসেম্বর মঙ্গলবার যথাযথ মর্যাদায় শ্রীবরদীতে ৪৩তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন স্থানীয়  সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। এসময় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও হাবিবা শারমিন, পৌর সভার পক্ষ থেকে মেয়র আব্দুল হাকিম, উপজেলা আ’লীগের পক্ষ থেকে আব্দুল মতিন ও মোতাহারুল ইসলাম লিটন, থানার পক্ষ থেকে ওসি বেলাল উদ্দিন তরফদার, , উপজেলা বি.এন.পি’র পক্ষ থেকে আব্দুর রহিম দুলাল, উপজেলা যুবদলের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান  আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে রুহুল আমিন কালাম, প্রেসক্লাব শ্রী্বরদীর আঃ মান্নান সরকার, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, পৌর বি.এন.পি’র পক্ষে জামাল উদ্দিন জামাল ও ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা ছাত্রদলের পক্ষে রেজুয়ান উল্লাহ ও ইখলাছুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের পক্ষে মেরাজ চৌধুরী, পৌর ছাত্রদলের পক্ষে হাসানুজ্জামান রিপন ও তাহাজুল ইসলাম,শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। সকালে শ্রীবরদী সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুজকাওয়াজের সালাম গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ আহবায়ক আশরাফ হোসেন খোকা। দুপুরে পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য । এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, ইউএনও হাবিবা শারমিন, ওসি বেলাল উদ্দিন তরফদার, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল সালেহ্, হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, বিকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে উপজেলা পরিষদ একাদম বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ, রাতে উপজেলা পরিষদ চত্ত্বরে সাংস্কৃতি অনুষ্ঠান ও শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চন্থ হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend