শ্রীবরদীতে স্কাউট ও রোভার স্কাউটদের জাতীয় বিদ্যুৎ ক্যাম্প অনুষ্ঠিত

News-2-300x183শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে দেশব্যাপী স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণে তৃতীয় জাতীয় বিদ্যুৎ ক্যাম্পের ধারাবাহিকতায় শেরপুরের শ্রীবরদীতে ৩ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৮-২০ ডিসেম্বর পর্যন্ত এমএনবিপি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪ জন স্কাউট সদস্য কর্মশালায় অংশ নেয়।

২০ ডিসেম্বর শনিবার সমাপনী পর্বে বিকাল ৩টায় উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনের সভাপতিত্বে এবং বানিয়াবাঈদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট দলের সম্পদাক রেজাউল করিমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, স্কাউট কোর্স লিডার ও প্রশিক্ষক তৌহিদুল ইসলাম, স্কাউট লিডার সাদেকুল ইসলাম প্রমুখ। এসময় বিশিষ্টজনদের উপস্থিত ছিলেন এমএনবিপি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন নাহার, এপিপিআই প্রধান শিক্ষক মোজাফফর আলী, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, বালুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাজহারুল ইসলাম, স্কাউট প্রশিক্ষক শফিকুল ইসলাম, সিএলটি কোর্স লিডার ওহিদুল হক, উপজেলা স্কাউট লিডার আনোয়ার হোসেন প্রমুখ। তৃতীয় জাতীয় বিদ্যুৎ ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা কিভাবে বিদ্যুৎ সাশ্রয় ও কৃচ্ছ্বতা সাধন করা যায়, বিদ্যুতের বিকল্প বা বিদ্যুতের উপর কিভাবে চাপ কমিয়ে আধুনিক পদ্ধতিতে স্কাউটদের প্রশিক্ষন দেওয়া হয়। স্কাউটরা এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের প্রতিষ্ঠান, পরিবার ও এলাকার জনগণ কে সচেতন করার ক্ষেত্রে ব্যাপক উৎসাহ দিয়ে দেশের সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমন মন্তব্য বক্তাদের । আলোচনা শেষে স্কাউটদের মধ্যে সনদ বিতরণ এবং অতিথি বৃন্দের মধ্যে সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend