ফখরুলসহ ৪৩ নেতা-কর্মীর নামে গাড়ি পোড়ানোর মামলা

image_169484.bus fire1হরতালের আগের দিন ঢাকায় গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের। রাজধানীর পল্টন থানার এএসআই আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে এই মামলা করেন বলে থানার ওসি মোরশেদ আলম মঙ্গলবার জানান। আসামির তালিকায় ৪৩ বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। আসামি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান।
হরতালের আগের দিন রোববার বিকালে পুরানা পল্টনে সরকারি একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সেদিন মিরপুরে একটি অটোরিকশা পোড়ালে অগ্নিদগ্ধ হন এর তিন আরোহী। বছরজুড়ে রাজনৈতিক সংঘাতের ঘটনায় ফখরুলের বিরুদ্ধে সরকার ৫৯টি মামলা দিয়েছে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি তাঁর এক বক্তব্যে উল্লেখ করেন।
ফখরুল মিথ্যা মামলা দিয়ে সরকারবিরোধী রাজনীতি নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় ফখরুলও বলেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend