শ্রীবরদীতে পটেনশিয়াল মডেল ইনস্টিটিউটের শুভ উদ্বোধন

Minto 1শ্রীবরদী (শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী পৌর শহরের পটেনশিয়াল মডেল ইনস্টিটিউটের শুভ উদ্বোধন হয়েছে। ৪ জানুয়ারী বিকাল ৩টায় উপজেলা রোডে স্থাপিত প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।সংপ্তি আলোচনা সভা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য মাহফুজুল হকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক নূর-এ-আলম হীরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ওবায়দুর রহমান খায়ের মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জবেদ আলী, শ্রমিক নেতা আবু জাফর, সহকারী শিক খোরশেদ আলম নান্টু, ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। বছরের শুরুতে প্লে হতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে। উপজেলা চেয়ারম্যান বক্তব্যে বলেন-বর্তমান সরকার শিার্থীদের মানবসম্পদে পরিণত করার স্বার্থে প্রথম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত সারা দেশে প্রত্যেক শিার্থীদের হাতে জানুয়ারীতে বিনা মুল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস ও ঐতিহ্য প্রত্যেক শিার্থীকে সঠিক ভাবে পাঠদান করতঃ বোধগম্য সৃষ্টি করে প্রত্যেককে মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক গড়ে তুলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রা করার জন্য সকল শিককে অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক সমৃদ্ধি কামনা করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend