শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

attosatশেরপুরের শ্রীবরদী উপজেলার ৪ নং তাতীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম হিটলারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন ইউনিয়ন পরিষদের ১০ সদস্য। লিখিত অভিযোগে প্রকাশ বিগত ২০১৩-২০১৪ অর্থ বছরের এলজিএসপি-২ প্রকল্পের আওতায় অত্র ইউনিয়নে ৭ লক্ষ ১১ হাজার ১শত ৬৭ টাকা বরাদ্দ প্রদান করা হলেও ইউপি চেয়ারম্যান বরাদ্দকৃত টাকা দ্বারা কোন ধরনের কাজ না করেই তা আত্মসাত করে। বিগত ১৪-০৮-২০১১ইং তারিখ হতে ২০১৪ সাল পর্যন্ত অত্র ইউনিয়নের ১% এর ৬ লক্ষ টাকার কোন কাজ না করেই তা আত্মসাত করে। বিগত ২০১২-২০১৩ অর্থ বছরে কাবিখা প্রকল্পের আওতায় জানকিখিলা স্টিলের ব্রিজ হতে মুছা মাস্টারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের নামে ২ লক্ষ ৪২ হাজার টাকা উত্তোলণ করে কোন কাজ না করেই আত্মসাত করে। ২০১২-২০১৩ অর্থ বছরে বদিউজ্জামানের বাড়ী হতে মোজাম্মেল ডাক্তারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১১মেঃটন চাউল বরাদ্দ হয়। বরাদ্দকৃত চাল দ্বারা কোন কাজ না করেই কালো বাজারে চাল বিক্রি করে দিয়ে নিজেই সভাপতির স্বাক্ষর দিয়ে অন্যদের স্বাক্ষর জাল করে ১১মেঃটন চাউল আত্মসাত করে। বিগত ১৪/০৮/২০১১ তারিখ হতে ২০১৪ সাল পর্যন্ত ননটেষ্ট হতে দরিদ্র ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের কাজ করার পর কালভার্ট, বৃক্ষ রোপন বাবদ ৯৬ হাজার টাকা বরাদ্দ আসে। এ যাবত পাঁচবার কাজ হয়। সর্বমোট ৪লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করে কোন ধরনের কাজ না করেই আত্মসাত করে। বিগত ২০১২-২০১৩ অর্থ বছরে এডিপি প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা বরাদ্দ হয়। উক্ত টাকার মধ্যে ৪ লক্ষ টাকার টেন্ডার আহ্বান করে বাকী ১ লক্ষ টাকা পরিকল্পিতভাবে আত্মসাত করেন। এ ব্যাপারে তাতীহাটি ইউনিয়নের ১০ ইউপি সদস্য বাদী হয়ে দুর্ণীতি দমন কমিশন দুদক টাঙ্গাইল সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান দিদারুল আলম হিটলারের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকজন ইউপি সদস্য আমার বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগ করছেন এবং এক মহিলা ইউপি সদস্যকে দিয়ে আমার বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছেন। অপরদিকে একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম হিটলারের সীমাহীন অনিয়ম ও দুর্ণীতিতে অত্র ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড ব্যাপক ভাবে বাধাগ্রস্থ হচ্ছে। তার বিরুদ্ধে বিগত সময়ে বার বার সরকারের বিভিন্ন দপ্তরের অভিযোগ করা হলেও সুষ্ঠ কোন বিচার আমরা পায়নি। উল্টো তিনি আমাদের ১০ ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে সমস্যার সৃষ্টির পাশাপাশি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। তাতীহাটি ইউনিয়নের সচেতন মহল অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবী জানিয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend