শেরপুরে আওয়ামী লীগের ৬৫ নেতাকর্মী কারাগারে

sherpur mapজেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ নভেম্বর ঝিনাইগাতী উপজেলার আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে বর্তমান ঝিনাইগাতী উপজেলার আওয়ামী লীগের সভাপতি শাহ আবু ওয়ারেস নাইম গ্রুপের সঙ্গে ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে বর্তমান সভাপতি নাইমসহ ৭ জন গুরুতর আহত হন। পরে এ ঘটনায় পৃথক দুটি মামলা হলে আসামিরা রবিবার দুপুরে শেরপুর চিফ-জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন বাতিল করে জেলা কারাগারে পাঠান। এ ঘটনায় আদালত চত্বরে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের আদালত চত্বর থেকে বের করে দেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের আদালতে আত্মসমর্পণের সংবাদে সকাল থেকেই আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend