অবরোধের আগুনে দগ্ধ ইডেনের ২ ছাত্রী

EDEN-COLLEGEরাজধানীতে অবরোধের আগুনে দগ্ধ হয়েছে ইডেন কলেজের দুই ছাত্রী। রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের খেজুর বাগান এলাকায় দুর্বৃত্তরা বাসে আগুন দিলে ওই দুই ছাত্রী দগ্ধ হয়।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ঢামেকের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।

তিনি জানান, দগ্ধ দুই ছাত্রী হলেন- যুথি আক্তার (১৯) ও সাথী আক্তার (১৯)। এ সময় জ্বলন্ত বাস থেকে নামতে গিয়ে মাইমুনা আক্তার (১৯) নামের আরও এক ছাত্রী আহত হয়েছেন।

তারা সকালেই ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী।

দগ্ধরা জানান, তারা তিনজনই ইডেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাদের বাসা মিরপুর ১ নম্বর মাজার রোডে। কলেজ থেকে বাসায় ফেরার জন্য তারা মিরপুরগামী ৩৬নং বাসে ওঠেন। এ সময় দুর্বৃত্তরা তাদের বহনকারী বাসটিতে আগুন দেয়।

চিকিৎসক পার্থ শংকর পাল জানান, যুথি আক্তার ও সাথী আক্তারের দু’পা আগুনে ঝলছে গেছে। আর মাইমুনা ডান পায়ে আঘাত পেয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend