জঙ্গিবাদ ঠেকাতে প্রতি জেলায় মডেল খুতবা

Kutbahদেশে জঙ্গীবিরোধী জনমত তৈরিতে জুমা’র নামাজের জন্য একটি মডেল খুতবা প্রণয়ন করে ইমামদের মাঝে বিতরণ করতে প্রতিটি জেলায় সরবরাহ করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের বুধবার প্রশ্নোত্তর পর্বে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর তারকাচিহ্নিত প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, খুতবার আগে বয়ানকালে কোরআন ও হাদিসের আলোকে কমপক্ষে ৫ মিনিট জঙ্গিবিরোধী বক্তব্য প্রদানের জন্য ইসলামিক ফাউন্ডেশন ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় সভা ও সমাবেশে আলেম-উলামাদেরকে জঙ্গীবাদ ও ধর্মের নামে বোমাবাজি, মানুষ হত্যা ও সন্ত্রাস সৃষ্টির বিরুদ্ধে বক্তব্য প্রচারের জন্য উদ্বুদ্ধ করা হবে। এই উদ্দেশ্যে একটি মডেল খুতবা প্রণয়ন করে ইমামদের মাঝে বিতরণের জন্য দেশের প্রতিটি জেলায় সরবরাহ করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend