সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলে সংলাপ : খাদ্যমন্ত্রী

kamrul islamবিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলে সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার হরতালবিরোধী মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট এই সমাবেশের আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, ‘যারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংলাপ-আলোচনার কথা বলেন, যারা নাশকতা করে, অবরোধ-হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের আগে বোঝেন। তার পর কথা বলেন। এরা (বিএনপি) যদি সন্ত্রাসের পথ থেকে ফিরে আসে। তাহলে হয়ত ওদের সঙ্গে আলোচনা হলে হতে পারে।’
সমাবেশে উপস্থিত ছিলেন— নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজসহ নগর আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend