শেরপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

Sherpurঅবরোধ-হরতাল কর্মসূচির পরও কৃষিসমৃদ্ধ অঞ্চল শেরপুরে কোন নেতিবাচক প্রভাব পড়েনি সার ও বীজ বিপণন ক্ষেত্রে। সময়মত প্রয়োজন মোতাবেক সার-বীজ প্রাপ্তির ক্ষেত্রে কোন ভোগান্তিতে পড়ছেন না কৃষকরা। জেলায় এখনও মজুদ রয়েছে পর্যাপ্ত। ১ মার্চ রবিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত জেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভায় ওইসব তথ্য জানানো হয়। সভায় জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সর্বোচ্চ নজরদারীতে সার ও বীজের কোন সংকট সৃষ্টি না হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান কমিটির উপদেষ্টা সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় খামারবাড়ির উপ-পরিচালক ড. মোঃ আব্দুস সালাম, জেলা বিসিআইসি সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হাসেম ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend