কারাভোগ শেষে ভারতের নাগরিককে বিএসএফে হস্তান্তর

India-citizenতিন বছর কারাভোগ শেষে ভারতের নাগরিক সেং মেন এম সাংমাকে (২৫) ভারতে পাঠিয়েছে পুলিশ। শনিবার নাকুগাঁও সীমান্তের বিএসএফের কাছে তাকে হস্তান্তর করা হয়।বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিনি শেরপুর জেলা কারাগারে তিন বছর আটক ছিলেন।
সেং মেন ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার আমপাতি কলকাতলা গ্রামে। তার বাবা জিনাত এস মারাক।
শেরপুর কারাগারের জেলার ইসমাইল হোসেন জানান, ২০১১ সালের ৩০ ডিসেম্বর শ্রীবরদী উপজেলার বাবলাকোনা সীমান্তে অনুপ্রবেশের দায়ে সেং মেন গ্রেফতার হন। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে চার মাসের কারাদণ্ড দেন। কিন্তু আইনি জটিলতার কারণে তিনি মুক্তি পাননি। আইনি প্রক্রিয়া শেষে তাকে তার দেশে ফেরত পাঠানো হয়।
এর আগে সকালে কারাগারে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ওই ভারতীয়কে যাতায়াত খরচ বাবদ ১ হাজার টাকা ও একটি চাদর দেওয়া হয়। এ সময় নারীনেত্রী নাসরিন রহমান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফকরুল মজিদ খোকন ও কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend