প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে কবরীর নির্বাচন

kabariপ্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়েই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী সাহারা বেগম কবরী।
আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রবিবার মনোনয়নপত্র জমা দিতে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর সিটিতে দলের পক্ষ থেকে ব্যবসায়ী আনিসুল হককে সমর্থন দিয়েছেন। এরপরও দলটির সাবেক সংসদ সদস্য হয়ে নির্বাচনে অংশ নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্বাচন না করার জন্য বলেননি। আমি ওনার আশীর্বাদপুষ্ট হয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘ ৫০ বছর সংস্কৃতির সঙ্গে জড়িত। ১৬ কোটি মানুষ আমার অভিনীত ছবি দেখেছেন। এ ছাড়া আমি একজন মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি। তাই মনে করি, আমি পরীক্ষিত। আমি মেয়র হলে জনগণ, বিশেষ করে মেয়েরা বেশি সুযোগ-সুবিধা পাবেন।’
বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিদ্রোহী প্রার্থী নই, প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আমাকে নির্বাচন থেকে সরে আসতে বলেননি।’
শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরে আসার অনুরোধ করলে সেই কথা রাখবেন কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন অনুরোধ আসলে চিন্তা-ভাবনা করে দেখা হবে।’
উল্লেখ্য, ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে ২৮ এপ্রিল। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মার্চ। মনোনয়নপত্র বাছাই ১ ও ২ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। ১০ এপ্রিল চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই প্রচারে নামতে পারবেন প্রার্থীরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend