শেরপুরে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

fashi_0শেরপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের দায়ে নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। ৬ এপ্রিল সোমবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সায়েদুর রহমান খান ওই রায় ঘোষণা করেন। এছাড়া আসামী নজরুল ইসলামের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়। দন্ডিত নজরুল সদর উপজেলার লছমনপুর তালুকপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল কুদ্দুস, ভুট্টো মিয়া ও আব্দুস সালাম নামে ৩ জনকে বেকসুর খালাসের আদেশ দেন বিচারক।

জানা যায়, ২০০৬ সালের ৫ ডিসেম্বর গৃহকর্তা বাড়িতে না থাকার সুযোগে শেরপুর সদর উপজেলার ধোপাঘাট তালুকপাড়া গ্রামের দরিদ্র পরিবারের এক গৃহবধূকে অপহরণ করে নজরুল ইসলাম ও তার সঙ্গীরা। পরে আসামী নজরুল প্রথমে সাতপাকিয়া নদীর পাড়ে এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় ওই গৃহবধূকে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে নজরুলসহ ৪ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত বাদী ও ভিকটিমসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ওই রায় ঘোষণা করেন। মামলাটি রাষ্ট্রপক্ষে এডভোকেট গোলাম কিবরিয়া বুলু পিপি এবং আসামীপক্ষে এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ ও এডভোকেট তাপস কুমার সিংহ রায় পরিচালনা করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend