আইসিসির সব সেরাতেই বাংলাদেশ

Bangladeshএকাদশতম বিশ্বকাপ ক্রিকেটের আসর শেষ হয়েছে সেই ২৯ মার্চ। লড়াই শেষ হলেও বিশ্বকাপের উন্মাদনা চলছে এখনো; চলছে বিশ্বকাপের এই আসর নিয়ে আলোচনা-বিশ্লেষণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটেও চলছে বিশ্বকাপ ক্রিকেটের নানা দিকের পর্যালোচনা। আসরের সেরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা সেরা মুহূর্তগুলো নিয়ে ফিচার প্রকাশিত হয়েছে সেখানে। আর সেই সেরার আলোচনায় সব বিভাগেই রয়েছে বাংলাদেশের নাম। যা বাংলাদেশীদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়।
সব আনন্দের মধ্যে হর্ষে-বিষাদ হতে পারে সেরা ক্যাচিংয়ের তালিকায় থাকা ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ানের ধরা মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচটি। এই ক্যাচ নিয়ে কম পানি ঘোলা হয়নি। এমনকি এর রেশ ধরে শেষ অবদি আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগও করেছেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।Bangladesh1
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত একাদশতম বিশ্বকাপের সেরা ১০ ব্যাটসম্যানদের তালিকার ৬ নম্বরে রয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে রিয়াদের সেঞ্চুরি ইনিংসটিকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। কেননা, ওই ম্যাচে মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু রিয়াদের ১০৩ রানের সুবাদে শেষ অবদি ম্যাচটি জিতে নিয়ে বাংলাদেশ আসরের কোয়ার্টার ফাইনালে খেলার বিষয়টি নিশ্চিত করেছে। Bangladesh2
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আসরের সেরা বোলিং নিয়ে ফিচার। আর সেখানেই ৭ নম্বরে রয়েছে বাংলাদেশের রুবেল হোসেনের নাম। গ্রুপ পর্বের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে পেসার রুবেল হোসেনের বোলিং স্পেলটাকে (৯.৩-০-৫৩-৪) বেছে নেওয়া হয়েছে এই সেরার তালিকায়। ওই ম্যাচে বেল ও মরগ্যানের উইকেট ২টি নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেছিলেন রুবেল হোসেন। এরপর ইনিংসের শেষ দিকে একই ওভারে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের উইকেট উপড়ে ফেলে বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় এনে দিয়েছেন এই পেসার।
আইসিসির করা বিশ্বকাপের সেরা ১৪টি জাদুকরী মুহূর্তের তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করার মুহূর্তটিকে বেছে নেওয়া হয়েছে। সেখানে পুরো বাংলাদেশ দলের প্রশংসা করার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিশেষ প্রশংসা করা হয়েছে। সঙ্গে এটাও বলা হয়েছে, ওই ম্যাচে দলের পেসাররা ৮ উইকেট নিয়ে দলকে জিতিয়ে প্রমাণ করেছে যে, স্পিনই কেবল বাংলাদেশের একমাত্র বোলিং শক্তি নয়। Bangladesh4
এদিকে আসরের সেরা ১০ ক্যাচের তালিকায় বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম না থাকলেও রয়েছে বাংলাদেশের নাম। আর তা হয়েছে ভারত-বাংলাদেশ ম্যাচের বদৌলতে। বাউন্ডারি লাইনে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচটি ধরে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের শেখর ধাওয়ান। আইসিসির বিবেচনায় তাই স্থান পেয়েছে সেরা ক্যাচের তালিকায়! এদিকে ওই একই ম্যাচে বাংলাদেশের সৌম্য সরকারের ধরা ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্যাচটিও রয়েছে সেরার তালিকায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend