শেরপুরে কামারুজ্জামানের মামলায় সাক্ষীদের সুরক্ষায় জরুরী সভা

Sherpurজামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান মুহাম্মদ কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সুরক্ষায় এক জরুরী সভা হয়েছে শেরপুরে। ১৫ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও সাক্ষী সুরক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমসহ কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্য ও শেরপুরে বসবাসকারী রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষী উপস্থিত ছিলেন। সভা শেষে রাষ্ট্রপক্ষের সাক্ষী জহুরুল হক বীর প্রতীক (বার), ফকির আব্দুল মান্নান মাষ্টার, শহীদ গোলাম মোস্তফার ভাই মোশারফ হোসেন তালুকদার মানিক, কামারুজ্জামানের টর্চারসেলের দারোয়ান ও আত্মস্বীকৃত আলবদর মনোয়ার হোসেন ওরফে মোহন মুন্সী, মজিবর রহমান পানু, সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন, করফুলি বেওয়া, হাফিজা বেওয়া ও হাসেন বানু বেরিয়ে এলে তারা মুখোমুখি হন স্থানীয় গণমাধ্যম কর্মীদের। ওইসময় তারা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পাশাপাশি তাদের নিরাপত্তায় সরকার ও স্থানীয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তারা ঘাপটি মেরে থাকা ঘাতক চক্রের হামলে পড়ার আশংকা ব্যক্ত করে তাদের প্রতি নিরাপত্তা তৎপরতা আরও বাড়ানোসহ দ্রুত অন্যান্য যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের দাবি জানান।
অন্যদিকে সাক্ষী সুরক্ষা কমিটির সভা প্রসঙ্গে শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, সদ্য কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় সাক্ষী সুরক্ষা কমিটির ওই জরুরী সভা করা হয়েছে। সভায় উপস্থিত রাষ্ট্রপক্ষের সাক্ষীরা তাদের নিরাপত্তার বিষয়ে সন্তুষ্টির কথাই প্রকাশ করেছেন। এরপরও দায়িত্বশীল সকল মহলের তরফ থেকে তাদের নিরাপত্তার বিষয়ে অধিকতর খেয়াল রাখা হচ্ছে ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend