কামারুজ্জামানের মামলার সাক্ষী মোহন মুন্সীর মৃত্যুর গুজব

muhon-munsiজামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান মুহাম্মদ কামারুজ্জামানের মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী, কামারুজ্জামানের টর্চারসেলের দারোয়ান ও আত্মস্বীকৃত আলবদর সদস্য মনোয়ার হোসেন ওরফে মোহন মুন্সী মারা গেছেন- বাংলা নববর্ষের প্রথম দিন মঙ্গলবার এমন গুজবটি ছিল শেরপুরে ‘টক অব দি টাউন’।

ওইদিন ভোর থেকেই শহরে চাউর হয়ে প্রচার হতে থাকে সাক্ষী মোহন মুন্সী মারা গেছেন, কোথাও বা আরও একটু বাড়িয়ে বলা হয়েছে মোহন মুন্সী কাচা ল্যাট্রিনে পড়ে মারা গেছেন। ওই প্রচার শুনে সকাল থেকেই মোহন মুন্সীর শহরের বাগরাকসা মহল্লাস্থ বাসায় উৎসুক মানুষের ভিড় শুরু হয়। ‘ নিজ বাড়িতে মোহন মুন্সী বহাল তবিয়তে থাকলেও এবং যারা বাড়িতে গিয়ে কিংবা তার আত্মীয়-স্বজনদের মাধ্যমে তার বেচে থাকার বিষয়টি নিশ্চিত হলেও ওই গুজব না থেমে ডালপালা ছড়াতেই থাকে। ফলে বিষয়টি গড়ায় স্থানীয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী পর্যন্ত। ওই বিষয়ে তৎপরতা বাড়ে তাদেরও। ওই গুজবের বিষয়ে ১৫ এপ্রিল বুধবার দুপুরে মোহন মুন্সী বলেন, আমার ওস্তাদ (কামারুজ্জামান) মরছে ফাঁসিতে, আর আমি এহন বয়স অইছেÑ আল্লায় নিলে তো ভালই অয়। কিন্তু আল্লায় নিওনের আগেই যারা ওই গুজব ছড়াইয়া মানুষেরে বিভ্রান্ত করতাছে, তারা ওস্তাদেরই রক্তের মানুষ। অগোর সম্পর্কে সকলেরই সজাগ থাহনের দরকার আছে। কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় এবং তাদের নিরাপত্তায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, আমার নিরাপত্তায় দুইজন লোক নিয়োগ দেওয়া অইলেও বোরকা পইড়া হাতে-পায়ে মোজা লাগাইয়া প্রায়ই কিছু মহিলা বাসায় ঢুইকা পড়ে, আমারে দেখবার অছিলায়। অগোরেও সন্দেহ অয়। কিন্তু অরা মহিলা অওয়ায় পুরুষ লোক চেক দেয় কেমনে?

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend